ভিডিও

সমালোচনায় ব্রাজিলের বাপ-বেটার কোচিং কৌশল

প্রকাশিত: জুলাই ০৮, ২০২৪, ০৩:১৮ দুপুর
আপডেট: জুলাই ০৯, ২০২৪, ০১:১৩ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারের ঠিক আগ মুহূর্তে গোল হয়ে থাকা উরুগুইয়ান ফুটবলারদের মধ্যে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন দলটির কোচ মার্সেলো বিয়েলসা।  

ঠিক বিপরীত চিত্র ব্রাজিল শিবিরে। দলের ফুটবলাররা একত্রিত হয়ে সহকারী কোচ লুকাস সিলভেস্ত্রের কথা শুনছেন। এই লুকাস আবার দরিভালের ছেলে। এই সময় কোচ দরিভাল জুনিয়র ছিলেন বৃত্তের বাইরে। শুধু তাই নয়, বৃত্তের বাইরে তার ঘোরাঘুরি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে চলছে সমালোচনা। টাইব্রেকারের মতো স্নায়ুর পরীক্ষার আগে কোচের যেখানে সবাইকে উৎসাহ দেওয়ার কথা, সেখানে তার আড়ালে চলে যাওয়াটা দায়িত্বহীনতা বলেই আখ্যায়িত করছেন ব্রাজিলিয়ানরা। এর সঙ্গে দরিভালের ভুল ট্যাকটিস, বিশেষ করে পেনাল্টি নেওয়ার জন্য যে সেরা পাঁচজনকে চূড়ান্ত করেছেন, তাতে অনভিজ্ঞ মিলিতাকে দিয়ে প্রথম শট নেওয়াতেও উঠেছে প্রশ্ন। তবে বেশি প্রশ্ন উঠেছে ফুটবলারদের সঙ্গে তার মেলাবন্ধন কতটা। অনেকের ধারণা, বাপ-বেটার ভুল কোচিংয়েই ব্রাজিলের সর্বনাশ হয়েছে। আর টাইব্রেকারের আগে গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দরিভালকে ফুটবলাররা আপন করে নিয়েছেন কিনা, সেটা নিয়েও আছে সন্দেহ। 

এর অবশ্য ব্যাখ্যাও দিয়েছেন ব্রাজিল কোচ, ‘আমি বাইরে ছিলাম। কারণ, আমার মনের মধ্যে কী আছে, তা নিয়ে তাদের প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলছিলাম। শট নেওয়া পাঁচজনের তালিকা তৈরি হয়ে যাওয়ার পর আমি কথা বলছিলাম আমাদের করা অনুশীলন নিয়ে।’

সেই অনুশীলন কাজে লাগেনি। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে যে মঞ্চ থেকে টাইব্রেকারে বিদায় নিয়েছিল ব্রাজিল, কোপা আমেরিকায় একই মঞ্চ; কোয়ার্টার থেকে বিদায় তাদের। উরুগুয়ের কাছে ৪-২ গোলের হারের জন্য দরিভালের ভুল সিদ্ধান্তগুলোকে দায়ী করেছেন ফুটবলবোদ্ধারা। নিজের কৌশল নিয়ে কিছু না বললেও টুর্নামেন্টে বাজে পারফরম্যান্সের পুরো দায়টা নিজের কাঁধে নিয়েছেন ব্রাজিল কোচ, ‘আমাকে স্বীকার করতেই হবে, এমন ফলাফল মোটেও প্রত্যাশিত ছিল না। আমি ছেলেদের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিচ্ছি। পাশাপাশি এটাও মনে করি, এই দলের আরও উন্নতি প্রয়োজন।’

গত জানুয়ারিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেওয়া দরিভাল আট ম্যাচ ডাগআউটে দাঁড়িয়েছেন। তার অধীনে এবারের কোপায় চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে সেলেকাওরা। ব্রাজিলের সামনে অপেক্ষা করছে ২০২৬ বিশ্বকাপের কঠিন বাছাই পর্ব। দক্ষিণ আমেরিকা অঞ্চলে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে তারা। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে এখনেই পিছিয়ে ৮ পয়েন্টে। আপাতত বিশ্বকাপ বাছাইয়ে চোখ দরিভালের, ‘আমাদের মূল লক্ষ্য পরের বিশ্বকাপে জায়গা করে নেওয়া। এখন আমরা পয়েন্ট তালিকায় (বাছাই পর্বে) ছয় নম্বরে আছি এবং তা নিয়ে মোটেও স্বস্তিতে নেই আমরা।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS