ভিডিও

তিন নম্বর প্রেমিকার তৃতীয় সন্তানের বাবা হলেন নেইমার

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০৪:৫৬ দুপুর
আপডেট: জুলাই ২৪, ২০২৪, ০৪:৫৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : তিন নম্বর প্রেমিকার তৃতীয় সন্তানের বাবা হলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয় কন্যা ও তৃতীয় সন্তানের বাবা হওয়ার কথা নিজেই জানান এই তারকা। তার তিন সন্তানের মা তিনজন। 

সংবাদ মাধ্যম জানিয়েছে, গত ৩ জুলাই তৃতীয়বার পিতৃত্বের স্বাদ পেয়েছেন নেইমার। তবে ইনস্টাগ্রাম পোস্টে পরিবারে নতুন অতিথি আসার ঘোষণা দিয়েছেন দু’দিন আগে। মেয়ের নাম রেখেছেন হেলেনা। দ্বিতীয় সন্তান হওয়ার নয় মাস পর তার তৃতীয় সন্তান পৃথিবীতে এসেছে।  

তার এবারের সন্তানের মায়ের নাম আমান্দা কিম্বার্লি। তিনি ব্রাজিলিৃয়ান মডেল ও সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। নেইমারের দ্বিতীয় সন্তানের মায়ের নাম ব্রুনো বিয়ানকার্ডি। নেইমার ও বিয়ানকার্ডির মেয়ের নাম মাভি। গত বছরের অক্টোবরে তাদের সন্তান পৃথিবীতে আসে। গুঞ্জন ছিল, বিয়ানকার্ডি সন্তানসম্ভাবা থাকাকালীন নতুন সম্পর্কে জড়ান নেইমার। 

সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়া নেইমারের প্রথম সন্তানের নাম দাভি লুকা। তার বয়স ১২ বছর। অর্থাৎ ২০ বছর বয়সে প্রথম সন্তানের বাবা হন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। তার ওই সন্তানের মায়ের নাম ক্যারোলিনা দান্তাস। তিনিও ব্রাজিলিয়ান মডেল। নেইমারের চেয়ে বয়সেও বড় ক্যারোলিনা। বার্সায় যোগ দেওয়ার পর ভেঙে যায় ওই সম্পর্ক।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS