ভিডিও

কানাডা লিগেও ব্যর্থ সাকিব

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ১২:০৪ দুপুর
আপডেট: জুলাই ২৭, ২০২৪, ০২:৫১ দুপুর
আমাদেরকে ফলো করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সাকিব আল হাসান গিয়েছিলেন আমেরিকায়। সেখানে মেজর লিগ ক্রিকেটে খেলার পর এখন খেলছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে। এই ফ্যাঞ্চাইজি লিগে গতকাল মাঠে নেমেছিলেন সাকিব। এই অলরাউন্ডারের ব্যর্থতার দিনে মন্ট্রিয়াল টাইগার্সের কাছে ৩৩ রানে হেরেছে তার দল বাংলা টাইগার্স মিসিসাউগা।

নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানের সংগ্রহ করে মন্ট্রিয়ল টাইগার্স। এদিন বাংলা টাইগার্সের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন টাইগার পেসার শরিফুল ইসলাম। বল হাতে বাংলা টাইগার্সের হয়ে এদিন ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় ১ উইকেট শিকার করেন শরিফুল। তবে অধিনায়ক সাকিব বল হাতে ৩০ রান দিলেও ছিলেন উইকেটশুন্য।

জবাবে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ দারুণ ব্যাটিং করেন। ৩৯ বলে ৬৪ রানের ইনিংস খেলে আউট হন তিনি।

তিনে নামা সাকিব ব্যাট হাতেও ব্যর্থ। ৬ বলে ৩ রান করেন তিনি। এই ব্যর্থতার রেশ চলছে কয়েকমাস ধরে। অনেকের ধারণা ক্যারিয়ারের শেষের দিকে আছেন সাকিব। একই সঙ্গে তার ফর্মও গোধূলি লগ্নে।

গুরবাজের বিদায়ের পর দ্রুত উইকেট হারিয়ে হারের পথে থাকে দল। ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানে থামে বাংলা টাইগার্সের ইনিংস। মন্ট্রিয়ল পায় ৩৩ রানের জয়। মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে ৪ উইকেট শিকার করেন আয়ান আফজাল খান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS