ভিডিও

বাংলাদেশে বসতে যাচ্ছে আইসিসি’র সভা

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৪, ১২:৩২ দুপুর
আপডেট: জুলাই ২৯, ২০২৪, ১২:৩২ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের অক্টোবরে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসি’র সভা। একই সঙ্গে অনুষ্ঠিত হবে চেয়ারম্যান নির্বাচনও। বিষয়টি জানিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আইসিসি নির্বাচনের ইশতেহার ঘোষণার পর নিজে প্রার্থী হবেন কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

এ বছরই শেষ হচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বর্তমান কমিটির মেয়াদ। নতুন কমিটিও গঠন হবে এ বছরের শেষ দিকে। সেই কমিটির চেয়ারম্যান নির্বাচনের দায়িত্ব পড়েছে বাংলাদেশের কাঁধে।

বিষয়টি নিশ্চিত করে এ সম্পর্কে গণমাধ্যমকে পাপন বলেন, ‘আইসিসি’র পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা।’ তিনি বলেন, ‘নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, তার শেষ বোর্ড মিটিং। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়ে দেওয়ার কথা। এটা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS