ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। দেশটির জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা বিভাগ দাবি করেছে, শনিবার (২ নভেম্বর) ভোরে লেবানন থেকে ওই হামলা চালানো হয়। খবর : রয়টার্স
দেশটির সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের অভ্যন্তরে হামলার উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দেশের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়েছিল। লক্ষ্যে আঘাত হানার আগেই কয়েকটি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার স্থান থেকে একটি বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্ত এখনও চলমান আছে।স্থানীয় গণমাধ্যম ও জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা দাবি করেছে, আহতরা অল্প থেকে মাঝারি আঘাতের শিকার হয়েছেন। আর দুই ব্যক্তি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক পরে এক বিবৃতিতে বলেছে, উত্তর ইসরায়েলে একটি সংবেদনশীল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তারা। তবে তাদের হামলা ও উপরে উল্লিখিত হামলা সম্পর্কিত কিনা, রয়টার্স তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
আরও পড়ুন
মন্তব্য করুন