ভিডিও রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অব্যাহত সমর্থনের ঘোষণা উ. কোরিয়ার

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অব্যাহত সমর্থনের ঘোষণা উ. কোরিয়ার, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দিলো উত্তর কোরিয়া। মস্কোতে পিয়ংইয়ং এর ১০ হাজার সেনা অবস্থানের গুঞ্জনের মধ্যেই এমনটা জানিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই।

স্থানীয় সময় শুক্রবার (১ নভেম্বর) রাশিয়ায় সফরকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে এ কথা জানান উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এসময় দুই দেশের নেতা কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন তিনি। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, পিয়ংইয়ংয়ের কোনো সন্দেহ নেই যে, পুতিনের বুদ্ধিদ্বীপ্ত নেতৃত্বে রুশ বাহিনী এবং জনগণ তাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে বিজয় অর্জন করবে। চো সন হুই আরও বলেন, ‘আমরা আশ্বস্ত করছি, বিজয়ের দিন পর্যন্ত আমরা দৃঢ়ভাবে আমাদের রুশ কমরেডদের পাশে থাকব।’

তবে যুক্তরাষ্ট্র, ন্যাটো, দক্ষিণ কোরিয়া এবং ইউক্রেন গত সপ্তাহে উত্তর কোরিয়া রাশিয়ায় প্রায় ১০ হাজার সৈন্য পাঠিয়েছে বলে যে বিবৃতি দিয়েছে সে বিষয়ে পরিষ্কার করে বলেননি ল্যাভরভ কিংবা চো সন হুই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার আলাদাভাবে বলেছেন, এই ধরনের বিবৃতি সম্পর্কে এরইমধ্যে যা বলা হয়েছে, তাতে যোগ করার মতো নতুন কোনো তথ্য তার হাতে নেই। এদিন টেলিভিশনে বক্তব্যের সময় চো সন হুই তার দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন। তবে এই অভিযোগের বিষয়ে কোনো নথি সরবরাহ করতে পারেননি তিনি।

আরও পড়ুন

বেশ কিছু দিন ধরে ইউক্রেন, দক্ষিণ কোরিয়া, ন্যাটো ও যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা প্রবেশ করেছে কুরস্ক অঞ্চলে। এ নিয়ে নানা অভিযোগ তাদের। এমন গুঞ্জনের মধ্যেই শুক্রবার রাশিয়া সফরকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপাড়া পাথর খনিতে সর্বোচ্চ পাথর উৎপাদন

শেখ হাসিনার দোসরদের খুঁজে বের করে তাদের বিচারের আওতায় আনতে হবে : রেজাউল করিম বাদশা

বগুড়ার সোনাতলায় সাবেক ইউপি চেয়ারম্যান নতুন গ্রেফতার

রংপুরের পীরগাছায় অবৈধভাবে বালু উত্তোলনের পাইপ ও মেশিন গুড়িয়ে দিল প্রশাসন

টিএমএসএস এ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

ক্রেতা-বিক্রেতা উভয়ের কারণেই দুই যুগ আগে নিষিদ্ধ পলিথিন এখনও বাজারে