ভিডিও রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

১০ নভেম্বর থেকে বগুড়ায় জিয়া টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, ভেন্যু পরিদর্শনে নেতৃবৃন্দ

১০ নভেম্বর থেকে বগুড়ায় জিয়া টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, ভেন্যু পরিদর্শনে নেতৃবৃন্দ

স্পোর্টস রিপোর্টার : আগামী ১০ নভেম্বর থেকে বিএনপি’র উদ্যেগে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। টুর্নামেন্টকে সামনে রেখে আজ শনিবার (২ নভেম্বর) বগুড়ার শহীদ চাঁন্দু ক্রিকেট স্টেডিয়াম ভেন্যু পরিদর্শন করেছেন টুর্নামেন্ট কর্তৃপক্ষ। স্টেডিয়াম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তরা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বোরহান উদ্দিন, বাংলাদেশ বয়েজ ক্লাবের ক্রিকেট চেয়ারম্যান জিয়াউর রহমান তপু, কো-আপ’র সাধারণ সম্পাদক দেবব্রত পাল, বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাইন, মোরশেদ মিল্টন, এনামুল হক নতুন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ প্রমুখ।

এসময় আয়োজক কমিটির নেতৃবৃন্দরা জানান, আগামী ১০ নভেম্বর বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে জিয়া টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। টুর্নামেন্টে রাজশাহী বিভাগের ৮টি জেলার খেলোয়াড়দের লাল ও সবুজ দু’টি দলে ভাগ করা হবে।

আরও পড়ুন

দলে পেশাদার ও অপেশাদারসহ সকল ক্রিকেটাররা থাকবেন। ১০ নভেম্বর লাল এবং সবুজ দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। যে দল জিতবে, তারা ঢাকায় চূড়ান্ত পর্বে খেলবে। এই টিমে স্কোয়াড নির্ধারণ করবেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপাড়া পাথর খনিতে সর্বোচ্চ পাথর উৎপাদন

শেখ হাসিনার দোসরদের খুঁজে বের করে তাদের বিচারের আওতায় আনতে হবে : রেজাউল করিম বাদশা

বগুড়ার সোনাতলায় সাবেক ইউপি চেয়ারম্যান নতুন গ্রেফতার

রংপুরের পীরগাছায় অবৈধভাবে বালু উত্তোলনের পাইপ ও মেশিন গুড়িয়ে দিল প্রশাসন

টিএমএসএস এ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

ক্রেতা-বিক্রেতা উভয়ের কারণেই দুই যুগ আগে নিষিদ্ধ পলিথিন এখনও বাজারে