ভিডিও

বাংলা একাডেমির সভাপতি হলেন আবুল কাসেম ফজলুল হক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৯:২৪ রাত
আপডেট: অক্টোবর ২৭, ২০২৪, ০৯:২৪ রাত
আমাদেরকে ফলো করুন

বুদ্ধিজীবী, প্রথিতযশা প্রাবন্ধিক ও বরেণ্য গবেষক আবুল কাসেম ফজলুল হককে বাংলা একাডেমির সভাপতি নিয়োগ দিয়েছে সরকার।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাকে তিন বছরের জন্য এই নিয়োগ দিয়ে ২৪ অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, বাংলা একাডেমি আইন-২০১৩ (২০১৩ সনের ৩৩ নং আইন) এর ধারা ৬(১), ধারা ৬(২) ও ধারা ৬(৩) অনুযায়ী আবুল কাসেম ফজলুল হককে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলী ‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS