ভিডিও

গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২৫ দোকান

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০৬:৩৮ বিকাল
আপডেট: অক্টোবর ১৭, ২০২৪, ০৬:৩৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে মিনি গার্মেন্টসসহ ২৫ টি দোকান পুড়ে গেছে।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার সময় কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিস এর তিনটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন— মিনি গার্মেন্টস এর মালিক ইলিয়াস, হিট ট্রান্সফার মেশিন এর দোকান মালিক রজব খান, সেলুন মালিক মিঠু, ও প্রিন্টিং দোকান মালিক খায়রুল আলম, হোল বাটন মেশিন দোকানের মালিক এরশাদ, গেঞ্জির গোডাউন এর মালিক তোতা মিয়া, অহিদ,আক্তার, হানিফ, টিভি মেকানিক কিবরিয়া।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস জানায়, আজ ভোর সাড়ে ৫ টার সময় কোনাবাড়ী বাইমাইল এলাকায় গণির আড়তে আগুন লাগলে স্থানীয়রা প্রথমে আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিস এর তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের (ওয়্যার হাউজ) ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ‘আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন এর সূত্রপাত হতে পারে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS