ভিডিও

বগুড়ার সোনাতলায় মাঠের ধান ঘরে তুলতে প্রযুক্তির ওপর নির্ভরশীল কৃষক

ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৬:১৫ বিকাল
আপডেট: অক্টোবর ২৩, ২০২৪, ০৬:১৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় কৃষি শ্রমিক সংকট। তাই চলতি আমন মৌসুমে মাঠের ধান ঘরে তুলতে কৃষি প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন উপজেলার কৃষকরা। এদিকে স্থানীয় হাট-বাজারে প্রতিমণ ধান ১১শ’ থেকে ১৩শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর এ উপজেলায় ৯ হাজার ৮৬০ হেক্টর জমিতে স্বল্প মেয়াদী উচ্চ ফলনশীল জাতের আগাম আমন ধান চাষ করা হয়েছে। গত বছর এ উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৮৬০ হেক্টর। গত বছরের তুলনায় প্রায় ৩ হাজার হেক্টর জমিতে এবার আমন ধান বেশি চাষ হয়েছে। ইতিমধ্যেই রোপণকৃত ধান কাটা শুরু হয়েছে।

তবে শ্রমিক সংকট দেখা দিয়েছে। তিনগুণ মজুরি দিয়েও কৃষি শ্রমিক না পাওয়ায় কৃষক কৃষি প্রযুক্তির (হারভেস্টার) ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। প্রতিবিঘা জমির ধান শ্রমিক দিয়ে কাটতে গিয়ে ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা খরচ হচ্ছে, এরপরও শ্রমিক মিলছে না। অপরদিকে হারভেস্টার দিয়ে প্রতিবিঘা জমির ধান কাটতে কৃষককে দিতে হচ্ছে ২ হাজার থেকে ২২শ’  টাকা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিন চুক্তি একজন শ্রমিককে ৫শ’ থেকে ৭শ’ টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। এদিকে উপজেলার বিভিন্ন হাট-বাজারে নতুন ধান বেচাকেনা শুরু হয়েছে। প্রতিমণ ধান ১১শ’ থেকে ১৩শ’ টাকা দরে বিক্রি হচ্ছে।

উপজেলার মুশোরপাড়া এলাকার কৃষক বাবর আলী বলেন, আমন ধান ঘরে তুলতে শ্রমিক পাওয়া যাচ্ছে না। দু’একজন পাওয়া গেলেও তারা দৈনিক হাজিরা তিনগুণ চেয়ে বসেন। ফুলবাড়ী এলাকার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, গ্রামের শ্রমিকরা শহরে রিকশা-ভ্যান চালাতে যান। তাই গ্রামের কৃষকরা ধান কাটার শ্রমিক পান না।

জন্তিয়ারপাড়া এলাকার তোজাম্মেল হক বলেন, এবার ৯ বিঘা জমিতে আমন ধান চাষ করেছি। প্রতিবিঘা জমির ধান দুই হাজার টাকা করে হারভেস্টার দিয়ে কেটে নিচ্ছি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, এ উপজেলায় শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছে। তাই মাঠের ধান ঘরে তুলতে কৃষক হারভেস্টার ব্যবহার করছেন। ফলে মাঠের ধান দ্রুত ঘরে তোলার পাশাপাশি ধান কাটার খরচে কৃষকের সাশ্রয়ও হচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS