পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি : গ্রামের খাল-বিলে নির্বিচারে শিকারিদের হাতে ধরা পরছে বিভিন্ন জাতের পাখি। কলা, বেতের পাতা এবং বাঁশের বাতি দিয়ে অস্ত্র বানিয়ে পাখি শিকারের নেমেছে শিকারিরা। আটককৃত পাখিদের মধ্যে ধরা পরছে বক ও অতিথি পাখি।
রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন খাল-বিল এবং নদী-নালায় এখন ঝাঁকে ঝাঁকে পাখি আহারে আসছে। শিকারিরা কোনো কিছু তোয়াক্কা না করে ভোর থেকে জলমহালে এসব অতিথি পাখি ও বক শিকার করছে।
স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, খাল-বিলের পানি কমে যাওয়ায় অল্প পানিতে ছোট-বড় নানা প্রজাতির মাছ দেখা যাচ্ছে। এসব মাছ খেতেই ঝাঁকে ঝাঁকে আসছে বকসহ নানা প্রজাতির অতিথি পাখি। শিকারিরা অনেক কৌশলে বক শিকার করে বিক্রি করে। এক থেকে দেড়শ’ টাকায় তারা বিক্রি করছে বক। এসব পাখি শিকারিদের দমাতে প্রশাসনকে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
কয়েকজন পাখি শিকারি বলেন, তাদের পাখি শিকার করতে নিষেধ করেনি কেউ। মন চাইলে তারা মাঝেমধ্যে কিছু পাখি শিকার করে তবে প্রতিদিন না। অনেক শিকারি আছে যারা নিয়মিতভাবে পাখি শিকার করে।
পাখি শিকারের বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মিঠু তালুকদারের সাথে কথা হলে তিনি বলেন, পাখি শিকারের বিষয়ে তাদের কেউ অবগত করেননি। তবে এবিষয়ে অভিযোগ পেলে অসাধু পাখি শিকারিদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।