রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে সুমি আক্তার মিতা (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ নিহতের বসতঘরের কক্ষ হতে মরদেহটি উদ্ধার করে।
নিহত সুমি ঢাকা জেলার দোহার উপজেলার নারিশা গ্রামের কাদের ফকিরের মেয়ে।
কয়েকজন যৌনকর্মী বলেন, রোববার দিবাগত রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত পল্লীর মধ্যে সাঈদের ঘরে নৃত্য করে সুমিসহ একাধিক নারী। ১২টার পর সে তার ভাড়া বাসায় যায়। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জানা যায় সুমিকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পল্লীজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সুমি সাত থেকে আট বছর এই বাড়িতেই ভাড়া থেকে যৌনকর্মী হিসাবে কাজ করতেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।