ভিডিও

কিশোরগঞ্জের অষ্টগ্রামে দলবদ্ধ শিয়ালের আক্রমণে আহত ২০

প্রকাশিত: অক্টোবর ০৮, ২০২৪, ০১:৫২ দুপুর
আপডেট: অক্টোবর ০৮, ২০২৪, ০১:৫২ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  কিশোরগঞ্জের অষ্টগ্রামে দলবদ্ধ শিয়ালের আক্রমণে কৃষক ও পথচারীসহ ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পূর্ব অষ্টগ্রাম ও সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওয়াহিদুল ইসলাম খান জানান, হাসপাতালে যেসব রোগী এসেছে তাদের ভ্যাকসিনসহ চিকিৎসা দেওয়া হয়েছে। অতিরিক্ত আক্রমণের শিকার রোগীকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, অষ্টগ্রাম সদর ইউনিয়নের বর্ধমান, রংপুরহাট, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে একদল শিয়াল কয়েক ঘণ্টার ব্যবধানে রাস্তা ও জমির পাশে, বাড়ির আঙিনায় থাকা ২০ জন নারী-পুরুষ ও শিশুকে অতর্কিত কামড় দিয়ে আহত করেছে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা আহতদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, রাত ৯টা পর্যন্ত ২০ জন আহতের নাম রেজিস্ট্রি করা হয়েছে। এদের মধ‌্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS