ভিডিও

গাজীপুরে ১৪টি বসতঘর আগুনে পুড়ে ছাই 

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ১২:২০ দুপুর
আপডেট: অক্টোবর ১৮, ২০২৪, ১২:২০ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  গাজীপুরের শ্রীপুরে পৌর এলাকার কেওয়া পূর্ব খণ্ড গ্রামে অগ্নিকাণ্ডে ১৪টি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এ.টি.এম মাহমুদুল হাসান। 

এর আগে, একই দিন ভোররাতেএই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দারা জানান, পাশাপাশি ঘরগুলো নির্মাণ করে বিভিন্ন কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিলেন স্থানীয় বাসিন্দা কবির হোসেন। বৃহস্পতিবার ভোররাতে ঘুমের মধ্যে আগুন আগুন বলে চিৎকার শুনতে পান তারা। পরে ছুটে বাইরে বেরিয়ে আগুন দেখতে পান। প্রথমে একটি ঘরে আগুন লাগে। পরে তা আরও ১৩টি ঘরে ছড়িয়ে পড়ে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এ.টি.এম মাহমুদুল হাসান বলেন, ভোররাত ৪টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS