নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে একাধিক মাদক মামলার আসামি কামাল হোসেনকে (৩৫) কালীগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলার তুমিলিয়া ইউনিয়নের মানিকপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কামাল হোসেন উপজেলার তুমিলিয়া ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল বাছির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৪টি মামলা রয়েছে।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জে থানার অফিসার ইনচার্জ ওসি মো. আলাউদ্দিন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার মানিকপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় মাদক কারবারি কামালকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। কামালের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৪টি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নতুন আরও একটি মাদক মামলা দায়ের হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।