চুয়াডাঙ্গা দামুড়হুদার সীমান্তবর্তী হুদাপারা রাস্তা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ছয়টি সোনার বার জব্দ করেছে বিজিবি।
আজ বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটেলিয়ন।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালান বন্ধ ছিল। সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ থেকে ভারতের স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হুদাপাড়া বিওপির টহল দল কমান্ডার হাবিলদার মজনুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের হুদাপাড়া গ্রামের মাছপাড়া নামক স্থানে অবস্থান নেয়। বিজিবি টহলদল মোটরসাইকেল নিয়ে এক ব্যক্তিকে সীমান্ত এলাকার দিকে যেতে দেখে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। মোটরসাইকেল চালক বিজিবি সদস্যদের দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল তল্লাশি করে সাইলেন্সার পাইপের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় স্কচটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটের ভেতর থেকে ৮৭০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার জব্দ করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।