জয়পুরহাট জেলা প্রতিনিধি : বিএনপি’র সম্মেলনকে কেন্দ্র করে দু’টি গ্রুপ একই স্থানে সভা আহ্বান করায় জয়পুরহাটে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামীকাল শুক্রবার (১ নভেম্বর) জয়পুরহাট সদর উপজেলায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মহিউদ্দীন জাহাঙ্গীর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই আদেশ জারি করা হয়।
জেলা বিএনপি’র আহবায়ক ও যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে সদর থানা ও শহর বিএনপি’র একতরফা সম্মেলন আয়োজনের অভিযোগে জয়পুরহাটে গত তিনদিন থেকে অপর গ্রুপ শহরে বিক্ষোভ, লাঠি ও মশাল মিছিল করে আসছে। সম্মেলন উপলক্ষ্যে নতুনহাট চত্ত্বরে একই সময়ে একই স্থানে বিএনপি’র সম্মেলন ও অপর গ্রুপ সমাবেশ ডাকে সকাল ১০টায়। এরই প্রেক্ষিতে এই ১৪৪ ধারা জারি করা হয়।
শহর বিএনপি আহ্বায়ক মতিউর রহমান জানান, সদর থানা কমিটির বৃহত্তর অংশ ও পৌর কমিটিকে পাশ কাটিয়ে তারা পকেট কমিটি গঠনের জন্য শুক্রবার থানা ও পৌর কমিটির সম্মেলন আহবান করেছে। যেকোন মূল্যে তাদের ওই অপতৎপরতা বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে প্রতিবাদ সমাবেশে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে সমাবেশে করা হয়।
জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান বলেন, দলের হাই কমান্ডের নির্দেশে নিয়ম মেনেই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেওয়ার জন্য নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সম্মেলন বানচাল করতে একটি মহল তাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, যা কোনভাবেই কাম্য নয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।