ভিডিও

দিনাজপুরের ঘোড়াঘাটে শহিদদের স্মরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৯:৫৬ রাত
আপডেট: আগস্ট ১০, ২০২৪, ০৯:৫৬ রাত
আমাদেরকে ফলো করুন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে দেশব্যাপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ও সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় ঘোড়াঘাট বন্দরে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীরা এ মোমবাতি প্রজ্জ্বলন করে। কর্মসূচিতে উপজেলা তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের নাগরিক অংশ নেন।

এ সময় তারা শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে একাত্বতা ঘোষণা করেন, স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পফুল ফাউন্ডেশন, ডিজএবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঘোড়াঘাট রক্তদান ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS