ভিডিও

মিরপুরে বাজে রেকর্ড গড়ে ১০৬ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ০১:৫৭ দুপুর
আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ০২:০১ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের হোম গ্রাউন্ড মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চেনা উইকেট-কন্ডিশনেও ধসের বাজে রেকর্ড গড়েছে বাংলাদেশ। তাও টেস্টের প্রথম দিন দ্বিতীয় সেশনের শুরুতেই অলআউট হয়েছে মাত্র ৪০.১ ওভারে ১০৬ রান করে। মিরপুরের উইকেট শুষ্ক, স্পিন বোলিং বান্ধব করে বানানো হয়েছে। অথচ প্রোটিয়া পেসে ধসে গেছেন নাজমুল শান্ত-মুমিনুল হকরা। 

মিরপুরে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউটের বাজে কীর্তি। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেটা অবশ্য ছিল দ্বিতীয় ইনিংসে। এবার প্রথম ইনিংসে ১০৬ রানে থামল ফিল সিমন্সের শিষ্যরা। মিরপুরে এর আগে দ্বিতীয় সর্বনিম্ন রান ছিল ৪৫.৪ ওভারে শ্রীলঙ্কার বিপক্ষে ১১০। ২০১৮ সালে ধসে গিয়েছিল বাংলাদেশ। এছাড়া ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজকে ৩৬.৪ ওভারে ১১১ রানে অলআউট করেছিল বাংলাদেশ। ২০১৪ সালে জিম্বাবুয়েকে থামিয়েছিল ১১৪ রানে। গত বছর আফগানিস্তান অলআউট হয়েছিল ১১৫ রানে।  



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS