ভিডিও

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ তাইজুলের

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০১:১৪ দুপুর
আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ০২:২৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : মিরপুরের উইকেটে স্পিনে অসম বাউন্স শুরু হয়েছে। স্পিনার তাইজুল ইসলামের বল হুট হাট লাফিয়ে উঠছে। অথচ তার পরিষ্কার লাইনে পড়া বল ব্যাট উচিয়ে ছেড়ে দিলেন প্রথম টেস্ট খেলতে নামা ম্যাথু ব্রিটজেকে। যেন স্পিন খেলতে বেঝেনই না তিনি। তার বল ছাড়তে দেরি, বোল্ড হতে দেরি হয়নি। বোলার তাইজুল ইসলামও লাফিয়ে উইকেট উদযাপন শুরু করেন। এই উইকেট দিয়ে আন্তর্জাতিক টেস্টে ২০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নিয়েছেন ২০০ উইকেট। কীর্তি গড়তে ৪৮ টেস্ট লেগেছে তার। 

তাইজুল মিরপুর টেস্ট শুরু করেন ১৯৬ উইকেট নিয়ে। দিনে তার প্রথম শিকার হয়ে ফিরে যান ত্রিস্তান স্টাবস। এরপর ডেভিড বেডিংহাম ও ওপেনার টনি ডি জর্জিকে আউট করেন এই বাঁ-হাতি। ব্রিটজেকের আউটে পূর্ণ হয় তার ২০০ উইকেট। এর আগে টেস্টে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। ৭১ টেস্টে দেশের পক্ষে সর্বোচ্চ ২৪৬ উইকেট তার। সাকিব ও তাইজুলের পরে আছেন মেহেদী মিরাজ। তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে দুইশ’ উইকেটের ক্লাবে ঢুকতে তার দরকার ১৭ উইকেট। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS