ভিডিও

প্রথম বাংলাদেশি হিসেবে ৬ হাজার রানের কীর্তি মুশফিকের

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৫:২১ বিকাল
আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ০৯:২৮ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : টেস্টে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই কীর্তি গড়েন মুশফিক। 

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের তৃতীয় উইকেটের পতনের পর ক্রিজে আসেন মুশফিক। মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে আসেন মিস্টার ডিপেন্ডেবল। ২৬ বলে ৩১ রানে অপরাজিত আছেন তিনি। ২৮ রান করা অবস্থায়ই টেস্টে ৬ হাজার রান পূর্ণ করেন মুশফিক। ৯৩ টেস্টে এসে এই কীর্তি গড়েন মুশফিক। সাদা পোশাকের ক্রিকেটে ১১টি সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে তার রান এখন ৬০০৩। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান তামিম ইকবালের, ৫১৩৪। এছাড়া সাকিব আল হাসানের রান ৪৬০৯।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS