অনলাইনে এখন নানা রকম রোভনীয় ও চটকদার বিজ্ঞাপন দেখা যায়। যেখানে বলা হয় স্বল্প সময়ে ঘরে বসে কাজ করেই আয় করুন হাজার হাজার টাকা! আবার নানা লিংক পাঠিয়ে সেগুলোতে আপনার আইডি লগইন করতে বলা হয়।
অথবা মেসেজ করা হয় টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে । অনেকেই এসব প্রলোভনে প্রতারণার শিকার হয়েছেন। তারা না বুঝেই টাকা আয়ের আশায় বিনিয়োগ করেছেন লাখ লাখ টাকা। আবার অনেকেই নিজের ব্যাকিÍগত তথ্য দিয়ে হযেছেন ব্লাক মেইলের স্বীকার। তেমনি একটি অ্যাপস টেলিগ্রাম! টেলিগ্রাম অ্যাপস ভিত্তিক চাইনিজ প্রতারক চক্রটি ইতিমধ্যেই নানা প্রতারণার কৌশল শুরু করেছে। তারা গ্রাহকদের কে শুরুতে লোভনীয় কাজের অফার দেয়। যেমন লাইক,কমেন্ট করলেই পাবেন টাকা।
এবার এ বিষয়ে জনগণকে সতর্ক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এক পোস্টে সিটিটিসি জানিয়েছে, এসব মূলত স্ক্যাম। এ সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, টেলিগ্রাম অ্যাপস ভিত্তিক চাইনিজ প্রতারক চক্র এরা। বাংলাদেশি কিছু প্রতারকের সহায়তায় প্রতারণার জাল বিস্তার করেছে চক্রটি। এরা আপনার ফোনের হোয়াটসঅ্যাপে ঘরে বসে পার্টটাইম চাকরির অফার দেবে। এরপর ইউটিউব এ বিভিন্ন ভিডিও লাইক করতে বলবে, বলবে বিভিন্ন চ্যানেলে রিভিউ দিতে। প্রতি লাইক বা রিভিউয়ের জন্য আপনাকে তারা ১০০ টাকা বা এর বেশি দেবে। এভাবে ৫০০ থেকে ১০০০ টাকা দেবে তারা। এরপর আপনাকে হেল্পডেস্ক নামে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করবে।
সেখানে ইনভেস্ট করার লোভনীয় সব অফার দেবে আপনাকে। আপনি একবার তাদের প্ল্যানে যেই ইনভেস্ট করবেন, তখনই ফাঁদে পড়বেন। এভাবে কয়েকদিনের মধ্যেই আপনার কাছ থেকে বিভিন্নভাবে কথা বলে হাতিয়ে নেবে লাখ লাখ টাকা।
সিটিটিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা ঘরে বসে পাওয়া যেকোনো চাকরির অফারই এক একটি স্ক্যাম। এসব লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকতে পরামর্শ সংস্থাটির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।