দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় ভারতীয় মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুল (সা:) এর নামে কটুক্তি ও ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ জামে মসজিদ চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিও অফিস বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ইমাম মোয়াজ্জিম সমিতির সভাপতি মাওলানা আজিজার রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি জোবায়ের হোসেন, মুফতি আনোয়ার হোসেন, হাফেজ আব্দুর নূর, মুফতি দেলোয়ার হোসেন, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।