ভিডিও

জয়পুরহাটে পলাতক পৌর কাউন্সিলরসহ ৪ জন গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ০৪, ২০২৪, ১০:১৯ রাত
আপডেট: অক্টোবর ০৪, ২০২৪, ১০:১৯ রাত
আমাদেরকে ফলো করুন

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটের হত্যা চেষ্টা মামলা ও বিস্ফোরক আইনে এজাহার নামীয় পলাতক আসামি পৌরসভার সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ সদস্য জাকির হোসেনসহ পলাতক ৪ আসামিকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৫ জয়পুরহাট জানিয়েছে, আসন্ন দুর্গা পূজাতে তারা নাশকতা করতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উত্তর জয়পুর এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি জয়পুরহাট শহরের সাহেব পাড়া মহল্লার নান্নু মোল্লার ছেলে জাকির মোল্লা (৩৮)।

অপর আসামিরা হলো সদর উপজেলার রাঘবপুর গ্রামের সায়েম উদ্দীনের ছেলে মাসুদ রানা (৩৬), চকশ্যাম গ্রামের মোঃ আবু হোসেনের ছেলে আলম হোসেন (৪৬), ও চকগোপাল গ্রামের বেলাল উদ্দীনের ছেলে আবু জাফর জনি (৪২)। গ্রেপ্তারকৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS