চাঁদপুরের হাইমচর ও মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে অবৈধ অস্ত্রসহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার (৭ অক্টোবর) সকালে গ্রেফতারকৃতদের মতলবব উত্তর ও হাইমচর থানায় হস্তান্তর করা হয়।
চাঁদপুর সেনাবাহিনীর মিডিয়া সেলের দেয়া তথ্য মতে, সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্তদের গতকাল রোববার রাতে হাইমচর উপজেলায় চরডাঙ্গা গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত মো. এস এম কবির, মো. আবু জাফর ও এস এম ফজলুল রহমানকে স্থানীয় একটি বাজার হতে গ্রেফতার করা হয়।
এদিকে চাঁদপুরের মতলব উত্তরে লধুয়া গ্রামে মো. আ. ছাত্তার ও মো. সোহরাব হোসেন নামের দুই সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে জবানবন্দি দেওয়ার ইস্যুতে কয়েকজন দুর্বৃত্ত বাদির বাড়ি ভাঙচুরের চেষ্টা করে। তবে স্থানীয় পুলিশের হস্তক্ষেপে তাদের বাড়ি রক্ষা পায়। এরই ধারাবাহিকতায় ৬ অক্টোবর রাতে ৩টি মামলার এজাহার ভুক্ত আসামি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিদের মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।