ভিডিও

বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীর ভাঙনে ফসলি জমি বিলীন

প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২৪, ১১:০৯ রাত
আপডেট: অক্টোবর ০৮, ২০২৪, ০২:৩২ দুপুর
আমাদেরকে ফলো করুন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : গত কয়েক দিনে বগুড়ার সারিয়াকান্দির বাঙালি নদীর ভাঙনে ২০টি বাড়ি বিলীন হয়ে গেছে। ভেঙে গেছে ৫শ’ বিঘার বেশি ফসলি জমি। ভাঙন হুমকিতে রয়েছে চান্দিনা নোয়ারপাড়া গ্রামের পাঁচ হাজার মানুষের সম্পদ এবং ওই দুই গ্রামের মানুষের কয়েক হাজার হেক্টর জমির ফসল। একইভাবে বরেন্দ্র বহুমুখী প্রকল্পের গভীর সেচ প্রকল্প বাঙালিতে বিলীন হয়ে গেছে।

উপজেলার সদর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া গ্রামে বাঙালি নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এ গ্রামের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বাঙালি নদীর ভাঙন শুরু হয়েছে। গত কয়েক দিনের নদী ভাঙনে এ গ্রামের ৫শ’ বিঘার বেশি ফসলী জমি বাঙালিতে বিলীন হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান বলেন, শিগগিরই ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যাওয়া হবে। সরেজমিন পরিদর্শন করে কৃষকের ফসলি জমি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS