ভিডিও

পুকুরে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ০৮, ২০২৪, ০৮:১১ রাত
আপডেট: অক্টোবর ০৮, ২০২৪, ০৮:১১ রাত
আমাদেরকে ফলো করুন

সাভার মডেল থানার পুকুরে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর আব্দুল্লাহ নেওয়াজ তুষার নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

 

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে সাভার মডেল থানার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ নেওয়াজ তুষার সাভার পৌর এলাকার সোবহানবাগ মহল্লার নুর ইসলামের ছেলে। তিনি সাভার কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

সহপাঠীরা জানান, আব্দুল্লাহ নৌবাহিনীতে চাকরির জন্য সাঁতার শিখতে সাভার থানার পুকুরে আসে। দুপুর ১টার দিকে মডেল থানার পুকুরে একাই নেমে পানিতে তলিয়ে যায়। এ সময় থানার ঘাটে দুই শিশু আব্দুল্লাহকে তলিয়ে যেতে দেখে পুলিশকে খবর দেন।

টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দলের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে ডুবুরি দলের চারজন প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে।

সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)  মিজানুর রহমান মিজান বলেন, ফায়ার সার্ভিসের  ডুবুরি দলের সদস্যরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা যায়, সাঁতার শেখার জন্য আব্দুল্লাহ একাই এসেছিল। তবে ঘটনাটি আরও তদন্ত করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS