ভিডিও

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার ২ ভারতীয় আটক

প্রকাশিত: অক্টোবর ০৮, ২০২৪, ০৯:১৬ রাত
আপডেট: অক্টোবর ০৮, ২০২৪, ০৯:১৬ রাত
আমাদেরকে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করে ফকিরমোড়া বিওপির টহল দল।অবৈধভাবে বাংলাদেশে এসে আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে তারা আটক হন।

 

আটকরা হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার কমলপুর থানার মানিক ভান্ডার এলাকার জহর লাল দাসের স্ত্রী পান্না রানী দেব (৫৪) ও তার ছেলে অভি দাস (১৮)।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, তারা তোফাজ্জল হোসেন ও তৌহিদ মিয়া নামের দুজনের সহযোগিতায় অবৈধভাবে আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এক সপ্তাহ আগে ওপারে রামনগর থানার মানিক দাস নামের এক ব্যক্তির সহায়তায় পান্না দেব তার ছেলেকে নিয়ে কিশোরগঞ্জে শ্বশুরবাড়িতে যান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS