ভিডিও

কাজের সন্ধানে ভারত থেকে পালিয়ে এসে বাংলাদেশে আটক

প্রকাশিত: অক্টোবর ০৯, ২০২৪, ১২:১৯ দুপুর
আপডেট: অক্টোবর ০৯, ২০২৪, ১২:১৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ নামক এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় তাকে আটক করা হয়।

৬০ বিজিবি, সুলতানপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার রাতে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক আরিফুল ইসলাম (২১) ভারতের ত্রিপুরার কলমচুড়া থানার নগর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সন্ধ্যা ৭টার দিকে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন শংকুচাইল বিওপির টহলদলের সদস্যরা বুড়িচং উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ এলাকায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক যুবককে আটক করেন। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি কাজের উদ্দেশ্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা প্রক্রিয়াধীন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS