নিউজ ডেস্ক: রাজধানীর খিলক্ষেত থেকে অভিযানে দুটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও যৌথ বাহিনী অভিযানটি পরিচালনা করে।
বুধবার (৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর খিলক্ষেত থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে দুটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।