চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় বিজিবি’র অভিযানে ৬৬টি চোরাচালানকৃত ভারতীয় স্মাার্ট মোবাইল ফোন জব্দ হয়েছে। আজ বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ব্যাটালিয়ন সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে অভিযানে মালিকবিহীন ফোনগুলো জব্দ হয়। জব্দকৃত এসব মোবাইল ফোন কাস্টমসে জমা করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।