করতোয়া ডেস্ক : জেলার চিলমারী উপজেলার পুটিমারী মন্ডলপাড়া হোসনে আরাকে (২৭) দেবর মিজানুর রহমান লিটন পরিকল্পিতভাবে হত্যা এবং হত্যার আলামত বিনষ্ট করে।
হত্যা মামলা দায়ের করার ৮ বছর পর গতকাল বুধবার বিকেলে কুড়িগ্রাম অতিরিক্ত দায়রা জজ আব্দুস সালাম আসামি মিজানুর রহমান লিটনকে (২৬) ভাবিকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
একই আদেশে হত্যার পর হত্যার আলামত বিনষ্ট করার অপরাধে দুই বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামি পলাতক থাকায় আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।