নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় সদর উপজেলার গান্ধিয়াশুর বাজার এলাকা থেকে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনোতোষ মধু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করছে র্যাব।
শনিবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে, গতকাল দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ৪ অক্টোবর শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন মনোতোষ। এ সময় শিশুটি জ্ঞান হারালে পালিয়ে যান তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।