নিউজ ডেস্ক: ফরিদপুরে আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় মদপানে দুই কলেজছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এরা হলেন সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০) ও একই কলেজের ডিগ্রি পড়ুয়া রত্না সাহা (২৬)।
পূজা মাগুরা জেলার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে ও রত্না ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে।
নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় পূজা দেখতে ঘুড়তে বেরানোর পর ঘরে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা। তাদের বাসায় থাকা অপর চাকরিজীবী নারী বিথি সাহা জানান, ক্রমশ অবস্থায় অবনতি ঘটলে মধ্যরাতে তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত চারটার দিকে মারা যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদ উজ্জামান বলেন, সকালে ফরিদপুর মেডিক্যাল হসপিটাল থেকে জানানো হয় দুই নারীর অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে। নিহত পূজা ও রত্না গতকাল সন্ধ্যায় পূজা দেখতে বের হয়। তারপরে রাত ১০টার পরে তারা বাসায় এসে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের খালা বিথি তাদেরকে প্রথমে ফরিদপুর জেনারেল হসপিটালে পরে ফরিদপুর মেডিক্যাল হসপিটালে ভর্তি করে। সেখানে দুইজনের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বের হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।