ভিডিও

নারায়ণগঞ্জে স্বামীর সঙ্গে অভিমানে গৃহবধূর ‘আত্মহত্যা’

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আপডেট: অক্টোবর ১৬, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

নারায়ণগঞ্জের ফতুল্লা দরগাবাড়ি এলাকায় স্বামীর উপর অভিমান করে শিরিন আক্তার (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি স্বজনদের।

আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুর বারোটার দিকে এই ঘটনাটি ঘটে।

 

পরে দুপুর পৌনে তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

জানা যায়, শিরিন আক্তার ময়মনসিংহের মুক্তাগাছা থানার কলাতিয়া গ্রামের লাল মিয়ার মেয়ে। বর্তমানে স্বামীর সাথে ফতুল্লার বাড়িতে ভাড়া থাকতেন।

শিরিনের স্বামী আসাদ মিয়া বলেন, ‘আমাদের দুই সন্তান রয়েছে। আমার স্ত্রী একটু রাগী স্বভাবের ছিল। আমি শাকসবজি, তরকারি এবং মাছের ব্যবসা করি। বেশ কিছুদিন যাবত ঋণের বোঝায় জর্জরিত। এ নিয়ে আমাদের মাঝে প্রায়ই ঝগড়া হতো। আমি স্ত্রীকে বলতাম, ঋণের চিন্তা তোমার না, আমি ঋণ করেছি আমি বুঝবো। কিন্তু আমার স্ত্রী প্রায়ই আমার উপর অভিমান করতো এবং সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকতো। আজ দুপুরের দিকে আমি পাশের ঘরে শুয়ে ছিলাম। কোন সারা শব্দ না পেয়ে আমি রুমে গিয়ে দেখি আমার স্ত্রী গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে।’

প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান, শিরিন আর বেঁচে নেই। ‘এখন আমার ছোট ছোট পোলা দুইটারে কে দেখব,’ এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS