রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নয়ন মোড় এলাকায় ভ্যানের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত রিপন হোসেন বাবুপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের মাবুদ আলীর ছেলে। এঘটনায় আহত ভ্যানের তিন যাত্রীকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপর দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে নিজ বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নওয়াব আলী সরদার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত নওয়াব আলী সরদার আলীপুর গ্রামের মৃত ঈমান আলী সরদারের ছেলে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, নিহত রিপন হোসেন মোটরসাইকেল চালিয়ে বাবু পাড়া থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথে নয়ন মোড় এলাকায় পৌছালে সামনে থাকা ভ্যানে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।