সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : কৃষি নির্ভরশীল গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মাঠজুড়ে রোপা-আমনের আবাদ। বাম্পার ফলনের আশা করছিলেন স্থানীয় কৃষকরা। এরইমধ্যে ধান গাছগুলোতে থোড় হতে না হতেই বেড়েছে ইঁদুরের উপদ্রব। হঠাৎ এমন আক্রমণে নষ্ট হচ্ছে জমির ফসল। এ নিয়ে চরম দুশ্চিন্তায় চাষিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, এবার উপজেলায় প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। অধিকাংশ কৃষক বাড়তি খরচে সেচ দিয়ে রোপণ করেছেন ধানচারা। এরমধ্যেই ফসলের থোড় আসতে শুরু হলে মাঠে পোকামাকড়ের আক্রমণসহ পাতা ব্লাস্ট বা খোল পঁচা রোগ দেখা দেয়। এ থেকে রেহাই পেতে না পেতেই দেখা দিয়েছে ইঁদুরের উৎপাত। ধানগাছ কেটে সাবাড় করছে ইঁদুরের দল।
আজ শুক্রবার (১৮ অক্টোবর) সরেজমিনে উপজেলার জামালপুর ইউনিয়নসহ বিভিন্ন মাঠপর্যায়ে ঘুরে দেখা যায় কালো ইঁদুরের আক্রমণে নষ্ট হওয়া ধানক্ষেতের দৃশ্য। এ সমস্যা সমাধানে কৃষি বিভাগের পরামর্শ নিচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। ইঁদুরের কবল থেকে রক্ষায় বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেও কাজ হচ্ছে না। বাধ্য হয়ে অনেকেই বাঁশের ডোঙা ফাঁদ দিয়ে ঈদুর নিধনের চেষ্টা করছেন।
সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন মন্ডল বলেন, খুব বেশি পরিমাণ জমিতে ইঁদুরের আক্রমণ নেই। এসব ইঁদুর নিধনে বিষটোপসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।