ভিডিও

সাইবার নিরাপত্তা আইনে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ১২:৩৯ দুপুর
আপডেট: অক্টোবর ১৯, ২০২৪, ১২:৩৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  সাইবার নিরাপত্তা আইনে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেড়ি জোনাল অফিস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সদর মডেল থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেড়ি জোনাল অফিস এলাকা থেকে তাকে আটক করে সেনাবাহিনী। পরে ঢাকার খিলক্ষেত থানায় দায়ের হওয়া সাইবার নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকার খিলক্ষেত থানায় আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামসহ ৪ জনের নাম উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করেন আরশাদ হোসেন নামে এক ব্যক্তি। তিনি কুষ্টিয়া জেলা সদরের জুগিয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS