নিউজ ডেস্ক: গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে জিকরুল মোল্লা (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে প্রাইভেটকারের তিন যাত্রী।
রোববার (২০ অক্টোবর)সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিকরুল মোল্লা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভ্যানগাড়িটির চালক নিহত হন। প্রাইভেটকারটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে তারা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।