কোর্ট রিপোর্টার : বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে ইয়াবাকারবারি সাকিরুল ইসলামের পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার জাবারীপুরের শরীফুল্লার ছেলে এবং ঘটনার সময় সে শহরের মাটিডালীতে জনৈক সাজ্জাদুল করিম নয়নের বাসায় ভাড়ায় বসবাস করতো। বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ মুহাম্মদ কামরুল হাসান খান আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এই মামলার রায় দেন।
উল্লেখ্য, গত ২০১৭ সালের ১৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আমবার হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ডিউটি করাকালে মাটিডালী জনৈক আইনুলের মুদি দোকানের পাকা রাস্তা থেকে সাকিরুলকে গ্রেপ্তার করে। পরে আসামির হেফাজতে থাকা এক লাখ ৯৫ হাজার টাকা মূল্যের মাদ্রকদ্রব্য ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ জব্দ করে।
গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ বগুড়া সদর থানায় সোপার্দ করে পুলিশ পরিদর্শক আমবার হোসেন বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।