ভিডিও

গাজীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার 

প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৪, ১২:৫৬ দুপুর
আপডেট: নভেম্বর ০১, ২০২৪, ১২:৫৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  গাজীপুরের কালীগঞ্জে আলেয়া বেগম (১৯) নামে এক গৃহবধূকে মারধর করে শ্বাসরোধে হত্যার অভিযোগে উপজেলার উত্তরগাঁও গ্রাম থেকে গ্রেপ্তার হয়েছেন স্বামী মোজাম্মেল ব্যাপারী (২২)। 

এর আগে বুধবার (৩০ অক্টোবর) নিহত গৃহবধূর বাবা মো. তাহের মিয়া এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় স্বামী মোজাম্মেলকে প্রধান করে ৫ জনকে অভিযুক্ত করেন তিনি। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। 

মোজাম্মেল ব্যাপারী কালীগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে। স্ত্রী আলেয়াকে নিয়ে তিনি নিজ বাড়ির পাশে জনৈক মতিউর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। আলেয়ার বাবার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায় পলাশতলী গ্রামে।

ওসি জানান, গত মঙ্গলবার (২৯ অক্টোবর) অনুমানিক রাত ১০ থেকে বুধবার (৩০ অক্টোবর) আনুমানিক রাত ১টার  মধ্যে স্ত্রী আলেয়াকে মারধর ও শ্বাসরোধে হত্যা করে স্বামী মোজাম্মেল পালিয়ে যায়। হত্যার পর ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার নাটক সাজানো হয়। নিহতের বাবা বাদী হয়ে স্বামী মোজাম্মেলকে প্রধান করে ৫ জনকে অভিযুক্ত করে  ১১(ক)/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) ধারায় কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ৩০) দায়ের করেন।

ওসি জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে মামলার প্রধান আসামি মোজাম্মেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী আলেয়াকে মারধরের পর শ্বাসরোধে হত্যার দায় স্বীকার করেছেন। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS