বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের সাতমাথায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের বগুড়া জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক নিয়তি সরকার নিতু।
বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ছাত্র নেতা সুস্মিতা মরিয়ম, ছাত্র ফ্রন্ট বগুড়া জেলার সদস্য লিমন, ইব্রাহিম, সোহেল প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও বগুড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হয়নি।
দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ২০১৪ সালে তৎকালীন সরকারের প্রধান বগুড়ায় বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন হয় নি। অবিলম্বে বগুড়ায় বিশ্ববিদ্যালয়ের স্থাপনের ঘোষণা বাস্তবায়নের দাবি জানান তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।