বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গৌতম দত্ত (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌর শহরের ধানহাটি থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হকের নেতৃত্বে এসআই বদিউজ্জামান, এএসআই শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে পৌর শহরের ধানহাটি থেকে ২৫ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সময় গৌতম দত্তকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত গৌতম পৌরশহরের নগরকুমারী এলাকার মৃত সনদ দত্তের ছেলে।
বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।