নাটোর প্রতিনিধি : প্রেমের টানে বিয়ে করতে এসে পুলিশের হাতে আটক হয়েছে এক স্কুলছাত্রী। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার একডালা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
জানা গেছে, সিলেটের কোতোয়ালি থানার সোবাহানী ঘাট এলাকার দশম শ্রেণির এক ছাত্রীর সাথে ফেসবুকে পরিচয় হয় নাটোর সদর উপজেলার নবম শ্রেণির শিক্ষার্থীর। আলাপের মাধ্যমে দুজনের মধ্য বাড়ে ঘনিষ্ঠতা। এরপর একে অপরের প্রেমে পড়ে তারা। প্রেমের টানে বান্ধবীকে বিয়ে করতে সিলেট কোতোয়ালি থেকে দশম শ্রেণির ঐ শিক্ষার্থী নাটোরে ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসে।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সিলেটের কোতোয়ালি থানা এলাকা থেকে এক তরুণী নাটোর একডালা এলাকার এক স্কুলছাত্রীর কাছে আসে।
এসে দুজন বিয়ে করতে চাইলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা সন্ধ্যায় বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে সিলেটের ওই তরুণীকে পুলিশি হেফাজতে থানায় নিয়ে আসা হয়। অপর তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, সিলেটের ওই তরুণীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।