উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় আহত মেধাবী শিক্ষার্থী আশিকুর রহমান আশিক (২০) মারা গেলেন। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দড়িপাড়া গ্রামের আসমত আলীর ছেলে আশিক বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। গত ১৪ ফ্রেব্রুয়ারি উল্লাপাড়ার পাইকপাড়ায় মহাসড়কে মোটরসাইকেল দুঘর্টনায় আহত হন আশিক। তার মাথায় মারাত্মক জখম হয়।
আশিকের চাচা আব্দুল হাকিম জানান, গতকাল শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আশিক। আশিকের মরদেহ আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে সেখানে শোকের ছায়া নেমে আসে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।