চাটমোহর(পাবনা)প্রতিনিধি: পাবনার চাটমোহরে স্বামীর বাড়ি থেকে ফারজানা খাতুন(২৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সকালে উপজেলার মল্লিকপুর গ্রামে ঘটনাটি ঘটে। ফারজানা খাতুন গ্রামের মামুনুর রশিদের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ফারজানা খাতুন ছেলেকে শাসন করার জেরে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। পরে ফারজানার খোঁজ করতে গিয়ে গলায় ওড়না পেঁচানো ফারজানাকে ঘরের তীরের সাথে ঝুলতে দেখেন তার শ্বাশুড়ি। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ফারজানাকে নিচে নামায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া যায়নি। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।