স্টাফ রিপোর্টার : ৪ এপিবিএন বগুড়ার সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৩ মাদককারবারিকে গ্রেফতার করেছে।
এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এপিবিএন’র একটি দল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারকারি সবুজ ইসলাম (২৩)কে গ্রেফতার করা হয়।
এ ছাড়া একই দিন সকাল ৮টার দিকে শহরতলির মাটিডালী বিমান মোড় এলাকায় অভিযান চালিয়ে আরও ১৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি সোহেল রানা (২৫)কে এবং সকাল ৯টার দিকে সদরের গোকুল ইউনিয়ন পরিষদ ভবনের সামনে অভিযান চালিয়ে ৪শ’ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া(৪০)কে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।