বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে বাড়ির গোয়াল ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেল মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। এ ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর উপজেলার গোরসাহী গ্রামে।
থানা পুলিশ ও গ্রামবাসী জানায়, গোরসাহী গ্রামের আলতাফ হোসেন (৬৫) বাড়ির গোয়ালঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল। রাত ২টার পর গোয়াল ঘরে আগুন লেগে বারান্দায় ঘুমিয়ে থাকা বাড়ির মালিক আলতাফ হোসেন পুড়ে যায়। গোয়ালঘরের ২টি ছাগলও পুড়ে মারা যায়।
সে মানসিক ভারসাম্যহীন বলে জানা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে গিয়ে আগুন নেভান। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তিকণা মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরবারকে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
থানা অফিসার ইনচার্জ মো, মাহবুবুর রহমান জানান পুড়ে মৃত্যুর ঘটনা খুবই বেদনাদায়ক। আলতাফ হোসেন মানসিক ভারসাম্যহীন হলেও সে ধুমপান করতো। বিড়ির আগুন অথবা গোয়াল ঘরে দেওয়া কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হয়। তাছাড়া ঐ ঘরে শ্যালো মেশিন ছিল। মেশিনে জ্বালানি তেল থাকে। যে কারণে অগ্নিশিখা তীক্ষ্ণ হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।