দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলায় তিন আসামি ও মাদকসেবীসহ ছয়জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ঘটনার দিন রাতে উপজেলার সাহারপুকুর এলাকা থেকে চুরি মামলার আসামি মেরাই পূর্বপাড়া গ্রামের ইয়াছিন প্রামানিকের ছেলে আবু কালাম (২৪), আব্দুল মান্নানের ছেলে সাজু (২৩) ও দূর্গাপুর উত্তরপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম ওরফে জাম্বুকে (৪০) গ্রেফতার করে।
এছাড়াও মাদকসেবী তালোড়ার মুক্তাগাছা এলাকার সাঈদ আলী প্রামানিকের ছেলে হানজালাল প্রামানিক (৪২), সাবলা পশ্চিমপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে শেখ মিঠু (৫২) ও লাফাপাড়া গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে মুকুল মন্ডলকে (৪৫) গ্রেফতার করে।
থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ শনিবার (২ মার্চ) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।