শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে দাখিল পরীক্ষার ইংরেজী ১মপত্রের পরীক্ষা চলাকালে আলিয়ারহাট কেন্দ্রের পার্শ্বে উত্তরপত্র ফটোকপি করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার হাতে নাতে ধরে তিনি এ আদেশ দেন। জানা যায়, আলিয়ারহাট ডিইউএস ফাযিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা চলাকালীন কেন্দ্রের পার্শ্বে আলিয়ারহাট বাজারের মা স্টুডিও এন্ড ফটোকপির দোকানের স্বত্বাধিকারী আতিকুল ইসলাম (২৭)কে এ সাজা দেওয়া হয়। আতিকুল উপজেলার সোনাদেউল গ্রামের শাহজাহান আলীর পুত্র।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, প্রশ্নপত্রের উত্তর তার দোকানে ফটোকপি করার সময় ওই ফটোকপির দোকানিকে হাতে নাতে ধরে এ সাজা দেওয়া হয়। পরিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।